We use cookies to customize your experience and give you a better service. Without some, we can not provide our service, while some are for marketing puroposes and to analyze our traffic. Do you agree to our use of cookies?
Find out more.
 
Ok, Allow All View Options
New Petition FAQ SSL Secure Search Sign In Register Login with Facebook
 
 
Petitioning Listeners

An approach to save bangla band industry

 
by জুলাই বাংলা ব্যান্ড on January 20, 2017
 

358 NEEDED

TARGET 500 SIGNATURES 142 supporters
 
28.4% COMPLETED
 
 
 
 
 
 
 
অরুনেন্দু দাস, সর্বপ্রথম গিটার বাজিয়ে বাংলা গান তৈরি করার স্বপ্ন দেখান সেই ৬০এর দশকে।
৬৭ তে কবির সুমন বাংলা ব্যান্ড তৈরি করেন।
গৌতম চট্টোপাধ্যায় বাংলাদেশ এ fuzon নামে ব্যান্ড করেন।
তারপর ভারতে, এই বাংলায় সপ্তর্ষি, (পরবর্তী নামকরন মহীনের ঘোড়াগুলি)।

মহীনের আন্দোলন বা বলতে পারি আলোড়ন শুরু হওয়ার পর বাংলায় একের পর এক বাংলা ব্যান্ড তৈরি হতে শুরু করলো।

তাঁরা বলতেন, নাচন-কোদনের সিনেমার গান থেকে বেড়িয়ে আসুন মশাই, পার্ক স্ট্রিটের রেস্তরার বাইরে রিক্সায় আমার আপনার দিদি-বোন বিক্রি হয়ে যাচ্ছে, সেসব ভুলিয়ে দিচ্ছে সিনেমার গান।

নতুন করে সততার সংস্কৃতি তৈরি করতে হবে।
সেই চেষ্টায় তাঁরা করেছেন বছরের পর বছর ধরে।

পরবর্তীতে ধীরে ধীরে মানুষ বাংলা ব্যান্ড শুনতে শুরু করলো।
বাংলা ব্যান্ডগুলো নিজেদের লেখা গান একের পর এক শোনাতে শুরু করলেন।

তারপর বর্তমান অবক্ষয়!

বাংলা ব্যান্ড আজ বাধ্য হচ্ছেন সিনেমার গাইতে, নাচের গান গাইতে,
তাঁরা বাধ্য হচ্ছেন।

এভাবে তো চলতে দেওয়া যায় না,
অকালে শেষ হয়ে যাবে সেই কঠিন লড়াই।
আমরা তো অনেকটা এগিয়েছি, আবার পিছিয়ে যাচ্ছি কেন?

তাই এই Petition.

কি হবে এতে?
কি জানি?
হয়তো কিছুই হবে না,

তাও পড়ুন, signature করুন।
ষ্টেজে একের পর এক নিজেদের গান গাইতে থাকতে হবে, যতক্ষণ না নামিয়ে দেয় দর্শক-শ্রোতা।

একটা ক্ষুদ্র প্রচেষ্টাকে বৃহৎ করে তুলুন,
অবহেলা করবেন না।
 
 
 
 
 
 
 
 
 

Trending petitions

 

Comment Section

 
 
 
Disclaimer: The views and opinions expressed in this petition are those of the author (জুলাই বাংলা ব্যান্ড) and do not necessarily reflect the official policy or position of DailyPetition.com or any of its affiliates.